Motivation School,মোটিভেশন স্কুল,মোটিভেশনাল স্কুল,Motivational School

Wednesday, June 8, 2022

 


 

আজকের নেতা

আপনি কেন নেতা নন? তা না জেনে যেমন আপনি নেতা হতে পারবেন না,

তেমনি,অপনি কেন নেতা,

তা না জেনেও নেতৃত্বের ক্ষমতা অটুট রাখতে পারবেন না,

সুতারং জানতে হবে-কী আপনি জানেন এবং কী আপনি জানেন না,

জ্ঞানই সকল ক্ষমতার উৎস।

তবে জানেন কী? বই আপনাকে জ্ঞান  সন্ধান দেবে,

আপনাকে জ্ঞানি করার দায়িত্ব আপনাকেই  নিতে হবে।

কোন বই আপনাকে ক্ষমতা হাতের নাগালে এনে দিতে পারবে না,

তবে তার সন্ধান দিতে পারবে।

ব্লগ ওয়েভঃ  https://www.facebook.com/MotivationSchool.somb/ 

 ফেসবুক পেজঃ https:/motivationschoolbt.blogspot.com/ 

 

Sunday, June 5, 2022

 

 Hidden Key Of Success

 


 

 

 

 

 

 

 

 

আমরা আলোচনা করতে ছিলাম Hidden Key Of Success

নিজেকে পরিপূর্ন ও শ্রেষ্ঠত্বে আনায়নের চাবিকাঠি) এই অধ্যায়ের- যে একটা মানুষ নিজেই  নিজেকে কিভাবে বিশুদ্ব করতে পারে

আজকে আলোচনা করবো  গত পোষ্ট এর সেই গুন গুলো নিয়ে

নাম্বার এক- নিজের ভুল বের করার ক্ষমতাঃ

পৃথিবীর শ্রেষ্ট আবিস্কারক কে? নিউটন,আইনস্টাইন,টমাস আলভা এডিসন?আসলে শ্রেষ্ট আবিস্কারকের শ্রেষ্ট আবিস্কারটি কী? গতির সূত্র,বৈদ্যুতিক বাতি নাকি বিমান?

আসলে শ্রেষ্ট আবিস্কারক তিনিই যে নিজেকে আবিস্কার করতে পারে,নিজের ভূল টি নিজেই আবিস্কর করতে পেরেছেন? ঐ ব্যক্তি সেরা ব্যক্তি নয় যে অন্যদের ভুল বের করতে পারে সেই সেরা ব্যক্তি যে সবার আগে নিজের ভুলটি বের করতে পারেআপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না, যতক্ষন পর্যন্ত আপনি নিজের ভুলগুলো আবিস্কার করতে পারছেন না আর আপনি ভুল করেছেন ? তার মানে আপনি মানুষ আর আপনি যদি ভুল স্বীকার করতে পারেন, তবে আপনি হবেন মহা মানুষ ভুল স্বীকার করাটা একটা মানুষের অনেক বড় গুন

নাম্বার দুই-  সমালোচনা সহ্য করার ক্ষমতাঃ

সমালোচনা এমন এক ধরনের ব্যধি যা একটি সমাজে প্রতেকটা স্থরেই এর প্রভাব বিস্তার করে আছে অরে বলিস না অমুক আরে ও তো শেষ ,এই এই কররো সে সেই করলো,মূলকথা সমালোচনা আমরা করতে পারি কিন্তু সমালোচনা সহ্য করতে পারার নামই সফল আমাদের সমালোচনা সহ্য করার অভ্যাস করতে হবেআসলে যার বিরুধে সমালোচনা হয় তার কিন্তু ভালোই হয়, কারন অগোচরে যে ভুল হয় তার হিসাব সমালোচোকী রাখে একজন সমালোচোক সমালোচনকারির বরং উপোকারই করে অমাদের পারিপ্যসিক অবস্থার মধ্যে চলতে গেলে অনেক সময় সমালোচনার শিকার হতে হয় যে মানষটি সমালোচনা সহ্য করে সামনের পথ অভলম্বন করলো সে সফোলতার দার পান্তে গেল আমাদের সকলের সমালোচনা সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে

নাম্বার তিন-  ঝুঁকি নেওয়ার ক্ষমতাঃ

ইংরেজিতে একটি প্রবাদ আছে-No Risk ,No Gain. ঝুঁকি সবাই নিতে পারে না ঝুঁকি নেওয়ার জন্য সাহস ও কাজের প্রতি আন্তরিকতার দরকার যার সাহস ও কাজের প্রতি আন্তরিকতা আছে সে এমনিতেই সফলতার একজন

একজন মনীষি বলেছিলোঃ

Take risks in your life

If you win, you can lead

If you lose, you can guide

জীবনে যারা বড় বড় পর্যায়ে সফল হয়েছেন তারা সবাই ঝুঁকি নিয়েছিলেন এবং তাদের কাজের প্রতি ছিলেন অনেক আন্তরিক তাই আজ তারা এতো সফল তেমনি ভাবে একটি সঠিক সিদান্ত একাট কাজ করার ও আত্ববিশাষকে দ্বিগুন করে আবার একটা ভুল সিদান্ত কিন্তু আত্ববিশাষকে তরান্তি করে তাই আমাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অর্জন করা সপল হতে সাহায্য করে

নাম্বার চার-  ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতাঃ

একজন মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই যে ব্যর্থতাকে মেনে নিতে না পারাআপনি যদি ব্যর্থতার পরে সিস্টেমকে,সমাজকে বা কোন ব্যক্তিকে দোষ দেন, তবে নিঃসন্দেহে আপনি আরো একটি ব্যর্থতার জন্ম দিবেন পুরানো ব্যর্থতা কি নতুন করে ব্যর্থতা জন্ম দিবে, নাকি সফলতার জন্ম দিবে তা পুরোটাই আপনার উপর নির্ভর করে আপনার প্রতিটি ব্যর্থতা হতে পারে আপনার এক একটি ট্রেনিংআর এই জন্যই তো টমাস আলভা এডিসন দশহাজার বার ব্যর্থ হওয়ার পরে বৈদ্যুতিক বাতি আবিস্কার করলেন

 

 

নাম্বার পাঁচ-  প্রশংষা করার ক্ষমতাঃ

পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো সমালোচনা করা,আর কঠিন কাজ হলো অন্যের প্রশংষা করাআসলে প্রশংষা পাওয়ার চেয়ে প্রশংষা করার মধ্য পূন্য বেশি,দরুন আপনার কাছে একজন ব্যক্তি সর্ম্পকে কিছু নেগেটিভ কথা বললো,পরের্বতিতে তাকে যদি আপনি নেগেটিভ কথা গুলো না বলে কিছু পজেটিভ কথা বলেন তহলে কিন্ত সেই ব্যক্তিও সমালোচোক ব্যক্তির প্রতি পজেটিভ চিন্তা করবে আর যদি নেগেটিভ কিছু বলেন তাহলে বুজা যাচ্ছে কি হতে পারে?

তাই আমাদের উচিৎ অন্যের সর্ম্পকে কিছু যদি বলতে হয় অব্যশ তার সর্ম্পকে যতটা ভালো কিছু বলা যায়,বা তার প্রশংষা করা যায় এমন কিছু বলা উচিৎ তাতে অপর ব্যক্তিও আপনার প্রতি পজেটিভ আ্যটিচুইট থাকবে

নাম্বার পাঁচ- নিজের সেরাটা খুজে পাওয়ার ক্ষমতাঃ

পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইন্জিন কোনটা-গুগোর,বিং,নাকি বাংলার পিপিরিকা? আমার মতে কোনটাই না আমরা অনেকেই নিজের সর্ম্পকে সার্চ করি না ,আমাদের উচিৎ নিজের সর্ম্পকে সার্চ করে নিজের সক্ষমতার সর্ব শ্রেষ্ঠটা বের করে আনা সবাই কিন্তু নিজের শ্রেষ্ঠ টা বের করতে পারে না ,যারা পারে তারাই সমাজে সফল ব্যক্তির একজন

একটি সার্কাস দলে বিশাল বড় মাপের একটি হাতি বাদা ছিলো,হাতির পায়ে এটা দড়ি দিয়ে বাদা ছিলো,ঘটনাক্রমে সেখানে আগুন দরে গেলো কিন্তু কোন ভাবে এতবিশাল শক্তিশালী হাতিটি কোন ভাবে এই দড়িটি ছিড়তে পাররো না এখানে হাতিটি এইটা জানে যে সে এটা শিরতে পারবে না,কারণ ছোটবেলা হতে তাকে এই ট্রেনিং দেওয়া হয়েছে তার আসল শক্তি খুজে পাওয়ার ক্ষমতা হাতির নাই কিন্তু এটা মানুষের আছে , মানুষ চাইলে তার বিতরের অদৃর্শমান শক্তিকে খুজে বের করতে পারে

 

মোটিভেশনাল স্কুল

    আজকের নেতা আপনি কেন নেতা নন? তা না জেনে যেমন আপনি নেতা হতে পারবেন না, তেমনি,অপনি কেন নেতা, তা না জেনেও নেতৃত্বের ক্ষমতা অটুট র...