Motivation School,মোটিভেশন স্কুল,মোটিভেশনাল স্কুল,Motivational School

Wednesday, May 18, 2022

 

 
পানিকে বিশুদ্ব করার জন্য ফিলটার রয়েছে।কিন্তু মানুষকে বিশুদ্ব করার কি আছে?
কাপড়ের ময়লা দুর করতে আছে সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার। কিন্তু মানুষের ব্যর্থতার ময়লা দুর করতে কী আছে? কিছুই নেই।অপনি মানুষ;মানুষকে কোন যন্ত দিয়ে বিশুদ্ব করা যায় না।মানুষ সৃষ্টির সেরা জীব। সে নিজেই নিজেকে বিশুদ্ব করতে পারে।এখন শুধু প্রয়োজন কিছু ক্ষমতার।
 
প্রিয় পাঠক দেখুন তো আপনার মাঝে গুনগুলো আছে কী না?
 
#নিজের ভুল বের করার ক্ষমতা
#ঝুাক নেয়ার ক্ষমতা
#সমালোচনা সহ্য করার ক্ষমতা
#ব্যথতা মেনে নেওয়ার ক্ষমতা
#দোষ স্বীকার করার ক্ষমতা
#অন্যকে প্রশংসা করার ক্ষমতা
#নিজের সেরাটুকু পাওয়ার ক্ষমতা
আজ এইটুকু থাক 
 
বই রোড টু সাকসেস
 

 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

মোটিভেশনাল স্কুল

    আজকের নেতা আপনি কেন নেতা নন? তা না জেনে যেমন আপনি নেতা হতে পারবেন না, তেমনি,অপনি কেন নেতা, তা না জেনেও নেতৃত্বের ক্ষমতা অটুট র...