পানিকে বিশুদ্ব করার জন্য ফিলটার রয়েছে।কিন্তু মানুষকে বিশুদ্ব করার কি আছে?
কাপড়ের ময়লা দুর করতে আছে সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার। কিন্তু মানুষের ব্যর্থতার ময়লা দুর করতে কী আছে? কিছুই নেই।অপনি মানুষ;মানুষকে কোন যন্ত দিয়ে বিশুদ্ব করা যায় না।মানুষ সৃষ্টির সেরা জীব। সে নিজেই নিজেকে বিশুদ্ব করতে পারে।এখন শুধু প্রয়োজন কিছু ক্ষমতার।
প্রিয় পাঠক দেখুন তো আপনার মাঝে গুনগুলো আছে কী না?
No comments:
Post a Comment