https://www.facebook.com/MotivationSchool.somb
আসলে সুখি হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না,শুধু দরকার আত্মতৃপ্তি বা যে টুকু আছে তাতেই সন্তষ্ট থাকা।
অসলে মানুষের মস্তিস্ক যেভাবে চিন্তা করে এটা তার পারিবেশ ও বাস্তব জীবনে প্রভাব পড়ে,যাদ নগেটিভ চিন্ত বেশি করে
তাহলে তার শরিলে নেগিটিভ চার্জ উৎপন্ন হবে এবং তার সকল কাজকর্ম একটি নেগিটিভ রেজাল্ট আসবে। একই ভবে
পজেটিভ চিন্ত বেশি করলে শরিলে পজেটিভ চার্জ উৎপন্ন করে তার বাহ্যিক জিবনে একটা ভালো কিছুর প্রভাব পড়ে।